বিদ্যালয় পরিচালনা পর্ষদ

বিদ্যালয়টি খ্রিস্টান মিশনারীজ কর্তৃক পরিচালিত হয়।

এর পরিচালনা পর্ষদ নিম্নরুপঃ

১। সভাপতি – জনাব রেভাঃ জেমসরমেন বৈরাগি, বিশপ চার্চ প্রধান, খুলনা ধর্ম প্রদেশ, খুলনা (পদাধিকার বলে)।

২। সদস্য সচিব – প্রধানশিক্ষক(পদাধিকার বলে)।

৩।অভিভাবক সদস্য – জনাব ফাঃ মার্টিন মন্ডল।

৪।অভিভাবক সদস্য – জনাব মানিকসি. দাস।

৫।অভিভাবক সদস্য – জনাব সাবিহা হক।

৬।শিক্ষক প্রতিনিধি – জনাব শেখ মোঃ ছরোয়ার হোসেন।

৭।শিক্ষক প্রতিনিধি– বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোনিত।

বিদ্যালয়ের সার্বিক কর্মকান্ড তদারকি করার জন্য বিদ্যালয় পরিচালনা পর্ষদ বিদ্যালয় সংলগ্ন সেন্ট জোসেফ্স ক্যাথলিক চার্চ এর প্রধান পালকপুরোহিত কেরেক্টর হিসেবে মনোনীত করেছেন।