সেন্ট জোসেফ্স উচ্চ বিদ্যালয়
ঠিকানা– ২৯, আহসান আহমেদ রোড, পোঃ- খুলনা সিটি, থানা- খুলনা সদর, জেলা – খুলনা, বাংলাদেশ।
প্রতিষ্ঠাবর্ষ-১৯৪০খ্রিঃ
প্রতিষ্ঠতা– রেভাঃ ফাঃ ই, পলেটো এস, সি, ডি, ডি
জমির পরিমান– ১.৩১একর
ভবন– ৩টি (২ টি ৪তলা বিশিষ্ট ও ১টি ২তলা বিশিষ্ট )
শ্রেণিকক্ষ – ৩১ টি।
এছাড়া রয়েছে প্রধান শিক্ষকের কক্ষ, সহকারী প্রধান শিক্ষকদ্বয়ের কক্ষ, শিক্ষক মিলনায়তন, লাইব্রেরি, বিজ্ঞানাগার, কম্পিউটার ল্যাব, অনলাইন নিয়ন্ত্রনকক্ষ, খেলাধূলা ও স্কাউট্সডেন, শহীদ মিনার, বিদ্যালয় ক্যান্টিন, গ্যারেজ, মাঠ, অডিটরিয়াম, টিউবওয়েল, বাগান, রেক্টরের কক্ষ, শৌচাগার, দিবা প্রহরীরকক্ষ, বাস্কেট গ্রাউন্ড।
শ্রেণি – ৩য় থেকে ১০ম ( প্রতি শ্রেণিতে ক, খ, গ নামে ৩ টি শাখা )
ছাত্র সংখ্যা – ১৮৫০ জন।
শিক্ষক | পুরুষ | মহিলা | |
স্হায়ী | ২২ | ০৭ | |
খন্ডকালীন | ০৪ | ০২ | |
কর্মচারী (৩য়শ্রেণী) |
পুরুষ | মহিলা | |
স্হায়ী | ০১ | ০০ | |
খন্ডকালীন | ০০ | ০১ | |
কর্মচারী (৪র্থ শ্রেণী) |
পুরুষ | মহিলা | |
স্হায়ী | ০১ | ০৪ | |
খন্ডকালীন | ০১ | ০০ |